বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

কবিতা, কেমন আছ তুমি?

কবিতা,
কেমন আছ তুমি? জানি জবাব দেবার ফুরসত তোমার নেই, তবুও বড্ড জানতে ইচ্ছে করে কেমন আছ? কোথায় আছ? আমি ভাল নেই। তুমি ছেড়ে যবার পর আর আমি প্রেমে পড়িনি, বিশ্বাস কর আমি ভুলে গেছি ভালবাসতে... কাঁদতে... হারিয়েছি পূর্ণতা...
ফিরে এসো প্রিয়া, ফিরে এসো আমার হ্রিদয়ে-মননে... আবার আমি ভালবাসতে চাই... কাঁদতে চাই... 

ইতি
তোমার 
.............................................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন