বুধবার, ৯ অক্টোবর, ২০১৩

শুভরাত্রি

প্রিয়তমা, 
আমাকে যদি ছবি দেখে ভাল লাগে তবে সেটা ভালবাসা নয় ভাললাগা... 
যদিও আমার মনে হয়না যে আমার ছবি দেখেই তুমি আমাকে ভালবাস... আর সে জন্যই ভালবাসি তোমাকে... 
বাস্তবতার নিরিখে ভেবে দেখ সিদ্ধান্ত নাও ...
অনেক কষ্টের পথ হয়তো পাড়ি দিতে হবে... 
আমি ভেবেছি... 
অনেকখানি... 
আমি মানিয়ে নেব... আমার মত করে...
একা কেঁদো না... অসুবিধা বইলো... পাশে থাকব... 
কথা দিচ্ছি... আর আমার কথা মানে কাজ...
হ্যাঁ মেয়ে অনেক আছে প্রেম করবার... কিন্তু আমার প্রেমিকা দরকার না ...
আমার চেহারা আকর্ষণীয় না হলেও এটুকু বুঝি যে,
ঐ সমস্ত মেয়েদের সাথে প্রেম করার জন্য চেহারা লাগেনা... কথা বলা লাগেনা ... 
ওরা এমনি তেই রাজি ...

কনফিউসড হইয়ো না... প্রয়োজনে বুঝমান কারো পরামর্শ নাও...
নিছক ফেসবুক এর ভার্চুয়াল প্রেম হলে না করাই শ্রেয় বলে আমি মনে করি...
আর যদি ভালবাসে শুধুমাত্র ভয়ে পিছিয়ে যাও তাতে তুমিও কষ্ট পাবে এবং আমিও... 
কারন ভালবাসা হয়তো কস্ট ও দেয়... দয়া করে এমন করোনা... 

সমস্যা আছে বুঝি...
আমাকে বইলো তারপর দুজন মিলে সেটা উত্তরণের চেষ্টা করব... 
তোমাকে বলেছি ভালবাসি... আর আগেই বলেছিতো আমার কথা মানে কাজ... 

অন্যকে প্রশ্ন না করে নিজেকে প্রশ্ন করো সব উত্তর পেয়ে যাবে... 
নিজেকে জানার চেষ্টা করো সোনা ...
আমি তোমাকেই ভালবাসি... যেকোন পরিস্থিতিতে... 
সবসময়...

তোমার মন খারাপ তুমি কাদছো আমি জানি এটা... 
কারন তুমিও আমাকে ভালবাস... 
আমি কাঁদতে পারছিনা তাই নিচে গিয়ে এখন ১ প্যাকেট সিগারেট আনবো... 
তুমি কাদবে আর আমি সারারাত নির্ঘুম সিগারেট খাবো... 
তাতেও যদি একসাথে কস্ট নিয়ে জেগে থাকা যায়... !!!

... ভালবাসি হেম তোমাকে অনেক ভালবাসি... 
আমার সারা পৃথিবীকে জানিয়ে শুধু তোমাকেই ভালবাসতে চাই...

শুভরাত্রি


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন