April 12, 2014 at 1:54am
আঁধার রাতের আকাশ তুমি
তুমি ই সন্ধ্যা তারা;
তোমার ঠোঁটেই নিত্য চুমি
দিন যে হলো সারা ।
হাসনা-হেনা ফুলের বাসে
গন্ধ তোমার খুঁজি;
চোখের তারাই পদ্ম ভাসে
আসবে তুমি বুঝি ?
বসন্তের এই শেষ হাওয়াতে
উড়ছে রংগীন ঘুড়ি;
শিমুল ফুলের রং মাখাতে
মেঘ চলেছে উড়ি ।
সব বিরহ যাচ্ছি সয়ে
একলা তোমার আমি;
কাল-বোশেখীর ঝাপটা হয়ে
জানি এবার আসবে তুমি ।
> কালের রাখাল
তুমি ই সন্ধ্যা তারা;
তোমার ঠোঁটেই নিত্য চুমি
দিন যে হলো সারা ।
হাসনা-হেনা ফুলের বাসে
গন্ধ তোমার খুঁজি;
চোখের তারাই পদ্ম ভাসে
আসবে তুমি বুঝি ?
বসন্তের এই শেষ হাওয়াতে
উড়ছে রংগীন ঘুড়ি;
শিমুল ফুলের রং মাখাতে
মেঘ চলেছে উড়ি ।
সব বিরহ যাচ্ছি সয়ে
একলা তোমার আমি;
কাল-বোশেখীর ঝাপটা হয়ে
জানি এবার আসবে তুমি ।
> কালের রাখাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন