শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩

ভালবাসতে শেখো…

কে তোমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে? 
কে বুঝিয়েছে ভালবাসলে ঝগড়া লাগতেই পারে? 
মান-অভিমান আর ঝগড়া এক নয়.… 
তোমরা যারা ভালবাসার পর একে-অপরে ঝগড়াও করো তারা আসলে ভালবাসতেই শেখোনি… 
তোমরা সবাই সমঝোতার সম্পর্কে আবদ্ধ… সমঝোতা আর ভালবাসা এক নয়… ভালবাসলে শুধু ভালোই বাসা যায়..……
সবাই ভালবাসতে শেখো…
তোমাদের জন্য শুভকামনা.…

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন