বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

আঁধার-বসন্ত

April 12, 2014 at 1:54am

আঁধার-বসন্ত

            - রাকিব হাসান 
আঁধার রাতের আকাশ তুমি
তুমি ই সন্ধ্যা তারা;
তোমার ঠোঁটেই নিত্য চুমি
দিন যে হলো সারা ।

হাসনা-হেনা ফুলের বাসে
গন্ধ তোমার খুঁজি;
চোখের তারাই পদ্ম ভাসে
আসবে তুমি বুঝি ?

বসন্তের এই শেষ হাওয়াতে
উড়ছে রংগীন ঘুড়ি;
শিমুল ফুলের রং মাখাতে
মেঘ চলেছে উড়ি ।

সব বিরহ যাচ্ছি সয়ে
একলা তোমার আমি;
কাল-বোশেখীর ঝাপটা হয়ে
জানি এবার আসবে তুমি ।

> কালের রাখাল 

মহাকাশের সেই তারাটি

March 31, 2014 at 12:28am

মহাকাশের সেই তারাটি

               - রাকিব হাসান 
মনে আমার দাগ কেটেছে
মহাকাশের একটি তারা
লক্ষ তারার ভিড়ের মাঝে
তার বিহনে পাগল-পারা

আনমনেতে হঠাত দেখি
জ্বলছে সে আজ মিটিমিটি
সেই তারাটা- এইতো একি!
আমার চোখের সেই তারাটি

মনে আমার দাগ কেটেছে
মহাকাশের সেই তারাটি.…

কুশি হব

ফেসবুক থেকে... 


কুশি হব

    - রাকিব হাসান 

আমি অনিন্দ্য পত্র-পল্লবের

চিরসবুজতম কুশি হব

শুধু তুমি হও

নিঃশব্দে বয়ে যাওয়া সাদা-মেঘ

আধখানি রুপালী চাদের শুভ্র আলো

সর্ষে ক্ষেতের হলদে প্রজাপতি

তবে

আমি আবার 

শুধু তোমাকে ভালবেসে

অনিন্দ্য পত্র-পল্লবের 

চিরসবুজতম কুশি হব



> কালের রাখাল



এলোকেশী বৈশাখ

গতকাল দুপুরে হঠাত আসা বৈশাখী ঝড়ের সময় লেখা, ইন্টারনেটের ডাটা শেষ হয়ে যাওয়ায় পোস্ট করতে পারি নি তাই আজ করলাম। 

এলোকেশী বৈশাখ 
- খন্দকার রাকিব হাসান 

ধূসর-নীলে আজ লেগেছে 
কাল-বোশেখীর নাড়া; 
কালচে-মেঘের লালচে ধোয়ায় 
দিগন্ত দেয় সাড়া। 

রুদ্র-হাওয়া টানছে তামুক 
পর্বত-সম পেশী; 
মেঘের পিঠে মারছে চাবুক 
উন্মাদ এলোকেশী। 

ঝড়ের তোড়ে নতজানু হয়ে 
কাঁপছে বৃক্ষ-রাজি; 
মেঘদল তাই বিদ্যুৎ ভয়ে 
কাঁদছে আকাশে বাজি। 

আর কেঁদোনা মেঘের-মাসী 
দেখ 
ফিরেছে কৃষকের মুখে হাসি। 

ঘুম-স্বপ্ন-বিলাপ...


মা-খালা-দাদীদের মুখে শুনতাম ভোর বেলার স্বপ্ন নাকি সত্য হয় ! 
তবে আমার ক্ষেত্রে সচরাচর ভোর বেলাটা জেগেই কেটে যায় । যার দরুণ স্বপ্ন বস্তু টা আমার ঠিক দেখা হয়ে ওঠেনা । যা দেখি তা সাধারণত জেগেই । 
ভুল-ভবিষ্যত যদিবা কখনো ঘুম-স্বপ্ন দেখেও ফেলি তা যেন ভুলে যাই প্রায় ঘুম ভাংবার আগেই । 
কিন্তু আজ কেন যেন ভুলতেই পারছিনা । 

ভোর ৪.৩০ হঠাত কেমন যেন ঘুম-ঘুম লাগছিল, ঘুমিয়েও পড়লাম যেন তৎক্ষণাৎ ।
দেখলাম আমার ক'জন বন্ধুরা বেশ ছুটোছুটি করছে । কোন একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজনে তারা বেশ ব্যস্ত ।
আমার আব্বাকে দেখলাম নূতন একটা পাঞ্জাবী পরে অতিশয় আতিশয্যে সহাস্য-বদনে পান চিবোচ্ছেন  ।
আমার ভাগ্নীদ্বয় অত্যন্ত আগ্রহ নিয়ে আমার তাকিয়ে কি যেন একটা দেখছে !

সহসা আমার ভাইয়া তার থুতনি-সংশ্লিষ্ট কেশরাজিতে হাত বুলাতে বুলাতে এসে আমাকে জানালো,
"চল আর দেরি করা যাবেনা গাড়ি এসে গেছে"
অতঃপর দেখলাম আমি সুলজ্জিত-চরণে অতিভদ্র বালকের মত অতিমাত্রায় ফুল দ্বারা সজ্জিত একটা গাড়িতে গিয়ে উঠলাম ।
এরপর দেখিলাম একজন টুপি পরিহিত রবীন্দ্রনাথ আমার দক্ষিণহস্ত ধরিয়া কি জানি বুলি আওড়াচ্ছেন !
আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে আমারি বন্ধু-আত্মীয় এবং কিছু অপরিচিত সুসজ্জিত নারী-পুরুষ সোৎসাহে দাঁড়িয়ে আছেন ।
বলাই বাহুল্য আমাকে একটা কলম ধরাইয়া বলা হইল স্বাক্ষর করিতে । আমিও সাগ্রহের সাথে অতীব-যত্নে মোটা একটা বইএর পাতায় নিজ নাম লিখে দিলাম ।

আরো বেশ কিছু আনুষ্ঠানিকতা হল ফাস্ট-ফরোয়ার্ড মুডে, কিছুই মনে নেই ।
কিছুক্ষণ পর স্লো-মোশনে দেখলাম আমি একখানা কিঞ্চিত সোনালী রঙের পাঞ্জাবী পরিয়া বেনারসী শাড়ী পরিহিতা (নারী সদৃশ) একজনের দক্ষিণ পাশে বসে আছি ।
ঘোমটা অতিমাত্রায় টানা থাকবার কারনে নিকটবর্তীর বদন খানি দেখা যাচ্ছে না ।
অতঃপর সু-কৌশলে আমার হাতের রুমাল খানা নিচে ফেলে দিয়ে দেখবার চেষ্টা করতেই হুড়মুড় করে পড়ে গেলাম !
উপরে তাকাইয়া দেখলাম অন্ধকার । আমি খাট থেকে পড়ে গিয়েছি ।
উঠে বাতি জালিয়ে দেখলাম ৫.৪৫ বাজে ।

আফসোস ললনার বদন খানা দেখিতে পাইলাম না !

তবে এটুকুই সান্ত্বনা যে, সে যে একজন ললনা ই ছিল এ ব্যাপারে তো নিশ্চিত হয়া গেল ! (দস্তানা ২ থেকে তো রক্ষে পেলাম মেয়েটা তথৈবচ)

আজকাল যা দিন পড়েছে :P 

(বিঃ দ্রঃ স্বেচ্ছা-সৃষ্ট গুরুচন্ডালী ভুল নয় ) 

শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৩

Rakib Hasan

Top of Form
http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
February 14, 2012
http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/p480x480/422554_2829248765884_1099045240_32521389_1702523389_n.jpg
বসন্ত আজি দাঁড়ায়ে দুয়ারে
মেতেছে শীত-পাখি উড়ায়ে;
কুহু গানে মুখর ফাগুন
পলাশ-বনে লাগায়ে আগুন;
শিমুল-ডালে কৃষ্ণ-কোকিল
শীতেরে দিল সমাধি-সলিল;
সকল মনে বাসন্তী-রঙ
বাহারি সাজে বসন্ত-সঙ;
গগন-বায়ু-কণ্ঠে নব-গান
বসন্ত তোমায় অভিবাদন।



http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
December 22, 2011
পৌষের এই শীতল ভোরে/
সিক্ত যখন প্রাণীকুল/
আমি তখন বালিশ-লেপে/
আনন্দে খুব দিচ্ছি ঘুম/
নগ্ন যে প্রাণ কাঁদছে কুরে/
হাড় কাঁপানো শীতের ঘোরে/
আমি কেবল ওপাশ ফিরি/
গরম লেপের নরম কোলে/
পৌষের এই শীতল ভোরে...।।
Bottom of Form

http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
December 12, 2011

হেমন্তের এই শেষ হাওয়াতে
উড়ছে রঙিন ঘুড়ী
সাদা মেঘগুলি করছে খেলা
আজ বেঁধেছে জুড়ী ।।


http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
December 10, 2011

গ্রহণ লেগেছে চাঁদের মুখে
যাচ্ছে যে দিন চরম দুঃখে
চাঁদ কি আমার বন্ধু নাকি
আমায় সে আজ দিচ্ছে ফাঁকি ।।


http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
December 10, 2011

কাক-ডাকা এই ভোরে
ডেকো নাকো মোরে
স্তব্ধ শীতের ঘোরে
নব-বায়ু বহে জোরে ।।





http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
December 9, 2011

শীতের এই কুয়াশা-সূর্য
ভাঙবে সকল রণ-তূর্য
শান্ত শিশির পাখির ডাক
পঙ্কিলতা নিপাত যাক ।।




http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
November 7, 2011

সভ্য মানুষ অসভ্যতায়
সঁপেছে আজ কায়ঃমন ।
হিংস্র হতে চায় যে সবাই
ঠিক করেছে দিনক্ষণ ।
তাইতো তারা রক্ত নেশায়
মেতেছে আজ সারাক্ষণ ।...............।।












http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
November 6, 2011

কুয়াশা ঘেরা শরত সকাল
সূর্য কোথায় তোমার আঁখি?
শীতের ঘোরে হয়েছ মাতাল
কোথায় তুমি ভোরের পাখি?..............................







http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
November 1, 2011

আজ সবুজের সমারহে হারাতে চায় মন
তাইতো আমি তোমার কথা ভাবছি সারাক্ষণ ।
অগ্রহায়ণের বিদায় বেলা
পাঁকা ধান করছে খেলা ।
কৃষক-মুখে আনবে হাসি করবে পলায়ন
তাইতো আমি তোমার কথা ভাবছি সারাক্ষণ ।।












http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
October 30, 2011

শিশির ভেজা সবুজ ঘাসে
সোনা রোদ ফিকে হাঁসে
তোমার পায়ের আলতো পরশ
দিনটা হয়ে উঠলো সরস...।।




http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
October 29, 2011

হতাম যদি ছোট্ট পাখি
আকাশ আমায় বলতো ডাকি
আমার সাথে খেলবে নাকি
জুড়িয়ে দেব তোমার আঁখি...।।








http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/371559_1099045240_352488751_q.jpg
June 26, 2011

বর্ষার এই ঘনঘটা
বৃষ্টির ছিটা-ফোটা
মনে আনে বিষণ্ণতা

চাই তোমার একাত্মতা...